কবিতার জন্য

কালীপদ মণ্ডল, পুরশুড়া, হুগলী  ##

আজ সারাদিন বৃষ্টি
সারাদিন শব্দের খুনসুটি
টাপুর টুপুর ছন্দের মহড়া,
তবু একটা শব্দ কানে বাজেনি
ছন্দ হৃদয়ে নাচেনি

তবে কি এ শব্দ লহরে
বাজেনি কারো নূপুর-নিক্বণ
বৃষ্টির উথল হাওয়ায় ওড়েনি তার চুল

হয়তো বা হবে
এ দুর্বিপাকে কার  দুখানি পা
জল কাদা ভেঙে বেরিয়ে আসে ,
কেবা চায় বৃষ্টিতে ভিজতে
শ্রী-কে ছড়িয়ে দিয়ে হতে চায় অন্য শ্রী!

তবে তো হবে শব্দের খেলা
কবিতার জন্য লেখা হবে আর এক কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =