করোনার থাবা সিংহের ঘাড়েও
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের হানায় বিপর্যস্ত দেশ। সংক্রমণ বেড়ে যাওয়ায় গোটা দেশেরই স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার দশা। এই পরিস্থিতিতে শুধু মানুষই নয় এবার বেজায় চাপে পশুরাজও। হায়দরাবাদের এক চিড়িয়াখানায় আটটি সিংহের করোনা শনাক্ত হওয়ার খবর মিলেছে।
তেলেঙ্গানার হায়দরাবাদের চিড়িয়াখানায় সিংহদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। সিংহদের থেকে নমুনা সংগ্রহ করে সরকারি একটি গবেষণা কেন্দ্রে পাঠায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জানা যায়, আটটি সিংহের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত বছর থেকে বিশ্বজুড়ে চিড়িয়াখানাগুলোতে যত প্রাণী করোনায় আক্রান্ত হয়েছে, সেগুলো থেকে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
করোনায় সিংহ আক্রান্ত হওয়ার পর হায়দরাবাদের নেহরু জ্যুওলোজিক্যাল পার্ক নামের চিড়িয়াখানাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।