করোনা ভাইরাস

সেকেন্দার আলি সেখ, গোবিন্দপুর, দক্ষিণ ২৪ পরগনা ##

করোনাতে মৃতের মিছিল রোজ বাড়ছে দেশে

পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ভীষণ সর্বনেশে

                বিশ্ব কাঁপে করোনা জ্বরে

                সেই ভয়েতে সবায় ঘরে

মরছে মানুষ—- সর্দি জ্বরে ভীষণ ভুগে কেশে l

ভাইরাস তো বাতাসে উড়ে বিশ্ব জুড়ে ঘোরে

দেশের পুলিশ তাড়া দিয়ে পাঠায় মানুষ ঘরে

              ভাইরাস জীবাণুর মারণ রোগে

              করোনা  জ্বালায় মানুষ ভোগে

তামাম-জাহান মরছে ধুঁকে করোনা ভাইরাস জ্বরে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =