করোনা

 বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

“করোনা”র এই ভয়াল থাবা

গ্ৰাস করলো বুঝিই দেশ,

ভয় ত্রস্ত লোকজন সব-

মুষড়ে গেছে পরিবেশ।

প্রাণ বাঁচাতে আজকে সবাই-

নিচ্ছে মুখোশ আর সাবান,

আসছে ধেয়ে মহামারী

ভাবছে সবাই, “বাঁচবে প্রাণ”?

স্কুল বন্ধ – বন্ধ কলেজ

ফাঁকা হলো যানবাহন,

ঘরের বাহির হয়না মানুষ-

ব্যতিব্যস্ত প্রাণ ও মন।

ভয় কিন্তু নয় অমূলক-

বিজ্ঞান তাও মানছে হার,

ওষুধ এটার নেই যে আজ‌ও-

হয়নি সেটার আবিষ্কার।

এমন দিনে শপথ করা

তোমার আমার সবার দায়,

“রুখবো সবাই এই করোনা”

এছাড়া আর উপায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 11 =