কেউ কি এসেছিলো!

ডা: শুভদীপ বিশ্বাস, জলপাইগুড়ি

 

আলগোছে ফেলে রাখা জামা

পরিপাটি ভাঁজ হয়ে গেলে,

মনে হয় তুমি এসেছিলে।

 

এখন নিঝুম রাত

গড়াগড়ি একা বিছানায়,

একবার এসো তো ঝাপাই

 

তারপর ডুবে গিয়ে মরি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 15 =