কে জীবিত ক্ষণজন্মা রক্তের উপসংহারে
পার্থ সরকার ##
কে জীবিত ক্ষণজন্মা রক্তের উপসংহারে ?
মেতে ওঠা সুগম সংহারে ?
অর্ধেক জিজ্ঞাসা
অর্ধেক চিহ্ন
ধোঁয়া বংশপরম্পরার
স্মৃতির ওপরে
স্মরণীয় রচনা
তিক্ত প্রস্তাবনা
ওলটানো শোভিতপথে
অতিরিক্ত পাথেয়
মুলতুবি আজকের মতো শুনানি ।