ক্ষণস্থায়ী আলো 

ননীগোপাল সরকার, অসুরাগড়, উত্তর দিনাজ পুর 

 

ঘুটঘুটে আঁধারের দেয়াল,

যতবার লাথমেরে ভাঙতে

চেষ্টা করেছি মা হেসেছে ।

পাল্লাহীন দরজা,তবুও নির্দয় আলো

ফিরে দেখেনি আমাকে।

রক্ত নদী পেরিয়ে পার ধরতেই

হাসতে হাসতে ছুটে আসে আলো।

নিজের ভুল বুঝতে পেরে কাঁদি,

তখনও মা হাসে,

তাই আর ফিরে যেতে পারিনি ।

ধীরে ধীরে যতই আলোর সাথে

পরিচয় বাড়ে,

আঁধারের প্রতি টান বাড়তে থাকে ।

একরঙা আঁধারে লুকিয়ে থাকা

জীবনের প্রকৃত সুখ খুঁজি,

সূত্রটা যদিও অজানা ।

রঙ বাহারী আলো সেতো কষ্ট

গোনাতেই ব্যাস ।

আঁধারে  সৃষ্টি আঁধারেই শেষ,

ক্ষণস্থায়ী আলো শুধু

বাড়ায় জীবের ক্লেশ ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + ten =