খাদ্য আন্দোলন

মোনালিসা পাহাড়ী, দাঁতন, পশ্চিম মেদিনীপুর

 

দু’টুকরো রুটির ভেতর

এক ভারতবর্ষ শুষ্ক মুখ ভেসেং ওঠে।

তোমার আমার আড়ম্বর আতিশয্য থেকে যোজন দূরে

এক ভারতবর্ষ খিদে জমে জমে হয় প্লাবন-

উপচে পড়া জলের ভেতর জমে ওঠে

বিন্দু বিন্দু রক্ত,

রক্তের লালে ভেসে ওঠে আগুন-

 

আগুন!! আগুন!!

দাবানল!!

 

তোমার আমার অহমিকার বুদ্বুদ

নিমেষে ফেটে ভেঙে চৌচির।

আগুন শুধুই গ্রাস করে

বেঁচে থাকে না কিছুই….

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =