গুজব

সোমা রক্ষিত সরকার , গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা ##

গুজবেতে কান দিও না যতই বলি ভাই

আগে পরে ভাববে না কেউ ছড়িয়ে দেবে তাই।

গুজব এখানে গুজব – ওখানে তাহার আকার নাই

‘করোনা’ নিয়ে এমন মজার গুজব শোনো সবাই।

# গুজব #

শোনা যাচ্ছে গুজরাটেতে সর্দি কাশি হলেই,

গুলি করে মারছে পুলিশ দেখা মাত্রই।

জ্বর সর্দি হতেই পারে ঋতু পরিবর্তনে,

এই শাস্তি দেখাতে পারো আছে কোন আইনে।

# গুজব #

হেলিকপ্টার ছড়াবে বিষ করোনা করতে নাশ,

জনসাধারণ থাকবে ঘরে করবে না কো ত্রাস।

জনতা কারফিউ মানেই নাকি হবে গৃহবন্দী,

করোনানাশক ছড়ানোর এটাই হল ফন্দি।

# গুজব #  

দুটি প্রদীপ, দুটি ধূপ সাঁঝের বেলা জ্বালাও,

মোমবাতিও দিতেই পার প্রদীপ যদি না পাও।

সেই সঙ্গে সেবন কর চারটি তুলসী পাতা

ভাইরাসটা ঘেঁষবে না কাছে, কেউ দিয়েছে কথা।

# গুজব #

গোমাতার দুগ্ধতে আছে সুষম খাদ্যের গুণ,

গোমূত্র প্রতিষেধক হল? কি আর বলি বলুন।

গুজবে অন্ধ মানুষজন সেবনে গোমূত্র

সাথে সাথেই হাসপাতাল – তাহাই নাকি পবিত্র।

# গুজব ৫ #

কোয়ারেন্টাইন হল ডিটেনশন ক্যাম্প, অত্যাচারেই যাবে প্রাণ,

মরণের ভয়ে পালিয়ে বেড়ায় পেতে পরিত্রাণ।

এমন গুজব শুনলে পরে হবে মহামারী,

কোয়ারেন্টাইনেই সুচিকিৎসা, ব্যবস্থা সরকারী।

##

গুজবই তো সৃষ্টি করে ভয়ানক সব আতঙ্ক,

অপপ্রচারে মগ্ন যারা তারাই জাতির কলঙ্ক।

যুক্তি তর্ক দিয়ে বুঝুন শোনা কথার মান,

সতর্কবিধি মেনে চলুন, গুজব থেকে সাবধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =