গ্রামাঞ্চল

গঙ্গাধর সরকার , কেন্দুয়া ডিহি, বাঁকুড়া ##

আমাদের স্বপ্ন দেখা 
সে তো নয় একা একা
চল হেঁটে চল যাই
মাইল ঘুরে ।
যেখানে পাব খুঁজে
বদ্ধ পাগল সেজে
ঘুরব পাড়ায় পাড়ায়
দেখব কেমন তাড়ায়?
গাঁয়ের ঐ মনসা তলে
পাতব তালাই খানি
বসব হাঁটু মুড়ে,
দেখব গাঁয়ের ছবি
কেউ কি দেবে এক ঘটি জল
দুঠোঙা শুকনো মুড়ি ।  
চিবিয়ে কাটাব সময়
ফিরব সন্ধ্যার আগে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twelve =