গ্রামে গিয়ে থাকলেই মিলবে ২৪ লক্ষ টাকা

গ্রামে বাস করবার ক্ষেত্রে নানান অসুবিধা থাকায় অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী হন। বিশেষত কাজের খোঁজে বা কাজের জন্য শহরে গিয়ে থাকার ঘটনা খুবই সাধারণ। এর ফলেই গ্রামে কমছে জনসংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে শহরে জনসমাগম। গ্রাম শহরের সময়া ফেরাতে এবার অভিনব উদ্যোগ নিল ইতালির প্রশাসন। গ্রামে গিয়ে থাকলেই মিলবে ৩৩ হাজার ডলার। 

ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালাবরিয়া অঞ্চলে আকর্ষণীয় এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সেখানে গিয়ে আগে আপনাকে রেস্তোরাঁ বা দোকান খুলতে হবে এবং আবাস গড়ে তুলতে হবে। তাহলেই সরকারের পক্ষ থেকে তিন বছরে ৩৩ হাজার মার্কিন ডলার পাওয়া যাবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকার সমান।

আসলে এই অঞ্চলের গ্রামগুলিতে জনসংখ্যা দ্রুত কমছে এবং ইতিমধ্যে অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। তাই বাইরে থেকে মানুষ নিয়ে গিয়ে গ্রামগুলোর জীবন ও আর্থিক কাঠামো সচল রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 8 =