ঘুমের দেশ

বিশ্বজিৎ রায়  ##

অনেক ভেবে, অবশেষে, হলেম দালাল রাজনীতিরই –

‘ বিবেক’ হেথা কাব্য কথা, লাগবে শুধু ছলচাতুরি।

কান কাটলাম, চোঁখ ঢাকলাম, কন্ঠে আমার সাম্য গান,

মুখের কথা প্রাণের নয়, আপনি বাঁচলে বাপের নাম।

ভোটে আমি কল্পতরু, যা চাবে তা দেব ভাই,

ভোটের পরে সবই ফাঁকা, লক্ষ্য শুধু চেয়ারটাই।

আছে আমার চৌদ্দ গুষ্টি, গরু, ছাগল, ভেড়ারদল,

সবাই আজি প্রতিষ্ঠিত, সবাই দেখাই বাহুর বল।

বাঁচতে গেলে অর্থ লাগে, অর্থ ছাড়া কিসের দাম ?

লুঠবো শুধু দুহাত ভরে, টাকাই আমার ইস্টো-নাম।

পড়ি না হয় ধরা আজি, গড়বো মোরা কমিশন,

বিচার হবে শ্লথ গতিতে, দেখবে জগৎ প্রহসন।

মরণ হলে-

টাকার চিতায় শুইয়ে দিও, টাকার থলি দুহাতে,

নরকেতে বেজায় খরচ, নিয়ে যাব সব সাথে।

দেশটা আমার বাপের কেনা, তোমরা শুধু বানভাসি,

ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকো, জেগো না আর দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =