চক্রবৎ     

মাথুর দাস, দুর্গাপুর

 

যে-ভিখিরিকে  ভিক্ষা  দিলে,  দিনান্তে  সে-ই মহারাজ —

সে তোমাকে লাথি মারে, রুটি ছোঁড়ে, সে-ই দেয় কাজ ;

এতো জানি ভন্ড সবই

সময়েরই   খন্ড   ছবি,

সে-ভিখিরি   পুনরায়    দ্বারপ্রান্তে   আবির্ভূত    আজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 11 =