চলব একসাথে

তাপস কুমার মুখোপাধ্যায় ##

আর কত, কত, আর কত?

কে বলবে-রে আজ,.

থামবে কোথায় মৃত্যু মিছিল

সব কপালে ভাঁজ|

কবিরা, জীবন মিনিটে গোনে

এতই নাকি ঠুনকো,

কাল দোকানীর কত কথা

আজ শুনি সে নাইকো|

কোথায় পথ্যি, কোথায় ওষুধ

কোথায় পাবে ভ্যাকসিন,

অক্সিজেনের মাত্রা কমে

মানুষ হচ্ছেরে সঙ্গীন|

মুর্হুমুহু বাজছে হুটার

ছুটছে রোগীর গাড়ী,

হেথায়হোথায় বেড কোথা পায়

পথেই স্তব্ধ নাড়ি|

তবু সামনাসামনি লড়ছে যারা

হচ্ছে শহীদ নিত্য

তাদের কাছে তুচ্ছ মোরা

জীবন মিনিটে বিদ্ধ|

মনের জোরে লড়তে হবে

ফিরতে হবে হেসে,

সাহস করে এগোতে হবে

সব প্রতিষেধক মেনে|

মিনিট কাঁটা থামিয়ে জীবন

আসবে মূল স্রোতে,

আবার মোরা মিলব সবে

চলব এক সাথে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =