চলো ঘুরে আসি

শ্রীমন্ত ঘোষ, খাঁপুর, মালডাঙ্গা, বর্ধমান ##

বয়স হয়েছে- তাতে কি 

হাতটি ধরে হাতে 

চলো নাগো ঘুরে আসি 

দুজনে একসাথে   ।

সেইতো একই গতানুগতিকা 

সংসারে হাজার কাজ 

রান্না করা ধোয়া মাজা 

বেলা  ফুরিয়ে সাঁঝ   ।

থাকনা এখন ভাবনা গুলো 

যা হবে তা হোক 

হয়তো হাসবে ছেলে ছোকরা 

কিংবা পড়শি লোক  ।

মনে পড়ে সেসব কথা 

কৃষ্ণচূড়ার তলে 

গল্প মজা খুনসুটিতে 

সময় যেত চলে   ।

প্রিয় চকলেট খেতে তুমি 

মাথাটি রেখে কোলে 

হঠাৎ আজ সেই কথাটি

মনের মাঝে দোলে   ।

আজ রঙিন বসন্ত সুবাসে 

মনে দোলা দেয় 

সদ্য যৌবনে ছেলে মেয়েরা 

গোলাপ হাতে বেড়ায়   ।

তবে আমরা বাদ কেনো 

চলোনা ঘুরে আসি 

বয়স ভুলে চোখে চোখে 

প্রেম যমুনায় ভাসি   ।

আবার নাহয় হাতটি ধরে 

হাঁটি পাশাপাশি  ।

আগের মতোই মৃদু হেসে 

বলতে চাই ভালোবাসি  ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =