চালাঘর

অম্বিকা মন্ডল দেবরায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##

ভোর হলে টিনের চালে বসে, পাখির দল করে কোলাহল 

চোখটা খুলে দেখতে পাই তোমায়, ভাঙে স্বপ্ন মিছিলের দল ।

রাত্রি হলে জোসনা আসে, আমার চালাঘরে

সুখ আনে আমার বুকের মাঝে, তোমার হাসির ভারে ।

কত ঝড় বয়ে যায়, বৃষ্টি আসে অনেক

শক্ত খুঁটি তুমি আমার, ছাউনির ঠেক ।

এই ছোট চালাঘরে, সুখ আসে আঁচলভোর

ভালোবাসা যেথায় অনেক বেশি কুটির, রাজপ্রাসাদের দোর ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − two =