চা-পান
প্রণব কুমার বসু
ঘুম থেকে উঠে দেখি
টেবিলেতে চা নেই
চটি পরে সোজা হাঁটি
সামনের দোকানেই –
আড্ডাটা জমে যেই
চা নিয়ে ভাঁড়েতে
গিন্নির দেখা মেলে
ঝাড়ু হাতে বাড়িতে –
কাঁচুমাচু মুখ করে
উঠে পড়ি দাঁড়িয়ে
চেয়ে থাকে বাকি সব
হাঁ করে তাকিয়ে –
আকাশের মুখ দেখে
ভয় হয় অতিশয়
ফিক্ করে হেসে বলে
“এসো তুমি নির্ভয়ে” |