ছুটবো, খেলবো, লাফাবো

তাপস কুমার মুখোপাধ্যায় ##

ছুটতে গিয়ে, খেলতে গিয়ে

আছাড় তো খায়গো সবাই |

আমরা ধপাস পড়লে কেন –

মুষড়ে পর তোমরা সবাই |

বলতে পার, খেলতে গিয়ে –

পায়নি চোট, আছে কি কেউ ?

দাঁড়াতে গিয়ে ধপাস করে,

পরেনি এমন, আছে কি কেউ ?

খেলতে গিয়ে আছাড় খেয়ে –

ছাড়তো যদি সবাই খেলা,

এ জগতে থাকত কি গো,

হাজার হাজার মজার খেলা |

যদি ধপাস করে পড়ার ভয়ে –

পুচকু গুলো থাকত বসে,

আজ কেমন করে হাঁটতো সবে,

থাকত শুধুই ঘরে বসে |

তাই ছুটবো, খেলবো, লাফাবো,

পড়লে কাটবে ঝরবে রক্ত,

মজবুত শরীর গড়তে মোরা –

মনকে করবো শক্ত পোক্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =