জনচেতনা

তাপস কুমার মুখোপাধ্যায় ##

 

লন্ডভন্ড লঙ্কা কান্ড

কি হচ্ছে বলবে কে,

নেই সে রাবন নেই হনুমান

আগুন তবে লাগালো কে?

মন্ত্রী আর পারিষদেরা

কোথায় যেন মুখ লুকালো-

রাষ্ট্রপতির প্রাসাদ দেখি

জনগন দখলে নিলো|

রাজ্যবাসীর আক্রোশে

জ্বলছে গাড়ি সড়ক পর,

নেই জ্বালানি খাদ্য দ্রব্য

আকাশ ছোঁয়া বাজার দর|

পড়শি দেশও নয়গো ভালো

ধুঁকছে সব নিরানন্দে,

আমরা কোথায় আছি ভালো

হতাশা মেটাই গালমন্দে|

দলাদলি রাজনীতিতে

ভুলিয়ে রাখা আর কতদিন,

জনরোষে জ্বলবে আগুন

পার পাবেনা কেউ সেদিন|

দলবাজীতে পেট ভরেনা

বুঝবে যেদিন এ জনতা

হিসাব দিতে তৈরী খেকো

খর্ব হবে সব ক্ষমতা|

গদির লোভে উঞ্ছাবৃত্তি

মানুষ খুন মানুষ দিয়ে,

জবাব তোমায় দিতেই হবে

রেহাই নেই পালিয়ে গিয়ে|

এদল ওদল মনুষ নিয়ে

সেই মানুষে খুন করো,

জাতের মধ্যে বিবাদ বাধাও

দেশটা ভেঙে টুকরো করো|

মানুষ যেদিন জাগবে যেন

হবে সকল খেলার শেষ,

মঞ্চে মঞ্চে মানুষ তাতানো

নিয়ে ভেকধারির বেশ|

পাশের দেশের জনরোষে

না যাদি ভাই টনক নড়ে

তৈরী থেকো ছাড়তে দেশ

জনগনকে আড়াল করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =