জনসমক্ষে এল চিনের উড়ন্ত গাড়ি

 অবশেষে জনসমক্ষে এল চিনের উড়ন্ত গাড়ি। এই গাড়ি নিয়ে আলোচনা এবং উত্তেজনার পারদ চড়ছিল ক্রমাগত। চিনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেশন সংযুক্ত আরব আমিরশাহিতে  সম্প্রতি উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে। শিগগিরই আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক এই গাড়ি নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের।

 ‘এক্সটু’ নামে দুই আসনবিশিষ্ট এই উড়ন্ত গাড়ির দুই পাশে সামনে ও পেছনে আটটি পাখা রয়েছে। এগুলো গাড়িটিকে উড়তে ও অবতরণে সাহায্য করে। সোমবার দুবাইয়ে ৯০ মিনিটের প্রথম ফ্লাইটটি পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয়। এ সময় এর ভেতরে কোনো মানুষ ছিল না। এক্সপেং ইনকর্পোরেশন পরবর্তী প্রজন্মের উড়ন্ত গাড়ি নির্মাণের জন্য ‘এক্সটু’ কে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে অভিহিত করেছে। প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার মিংগুয়ান কিউ জানিয়েছেন তারা ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারের দিকে অগ্রসর হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 12 =