জন্মদিনের কবিতা

অমলেন্দু বিশ্বাস, বিরাটী, উত্তর ২৪ পরগনা  

 

হেমন্ত -হিমেল ভোরে

জন্মমাস সশরীরে

থেকেছ পয়ার হৃদে

অক্ষর গোলাপ পদে !

#

পদাবলী কীর্তনের

আজন্ম গাহন  যেন

অদিতি মুন্সীর গান

দেবচরণের নাম !

#

সংকীর্তন  সমবেত

যেমতি প্রাথর্না মত

বেজে যাও , মেতে থাকো —

শ্রীখোল কাঁসর যেন

#

তোমার লাবণ্যপ্রভা অক্ষর মাধুর্যধ্বনি

সর্বদা অমৃত মণি

গোপন গুহার বাণী

ধ্বনিত অমোঘ ঘড়ি

যদিও আলোক তরী !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 11 =