জয় পরাজয়

মাথুর দাস ##

জিতেন মামা জিতে সব ম্যাচ, হারাণ কাকা হারে ;

কেমন করে হয় যে এ সব  বলতে কি কেউ পারে ?

যেমন দেখি সেদিন ম্যাচে  জিতেন মামার দল

হারছিল যে গোহারা বেশ, ফেলছিল ক্যাচ বল ।

জিতেন মামা পকেটে গোঁজে  লাল ফুলটি যেই,

হারাণ কাকার ব্যাটসম্যানরা হারালো খেলার খেই ।

‘বসে বসে হয়রান, কুড়ি বলে ছয় রান’ !

কাকার মাথা টগবগ, হল বুঝি খান্ খান্ ।

‘তুড়ি মেরে ভাঙো জুড়ি, ওরা জয় পাবে থুড়ি’ !

মামা হাঁকে, ‘জিতবই, ওড়াবই সাদা ঘুড়ি’ ।

ঠিক তাই, মামার জোরেই জিতল মামা ;

বাজল ভেরী, চড়ল গায়ে রঙীন জামা ।

সঙ্গীন সে ম্যাচ হেরে শেষে

মুখে  মলিন  হাসিটি  হেসে

হারাণ কাকা বললো তেতে,

‘কেনা ম্যাচ  কে না  জেতে’ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =