জলের নূপুর 

 

প্রণব কুমার চক্রবর্তী, বারাসত, উত্তর ২৪ পরগনা  

 

টাপুর-টুপুর 

সারা দুপুর

       জলের নূপুর পায়,

বর্ষা রানী 

নাচ ধরেছে

       মেঘের ওড়না গায়৷

জমা জলে

মনের সুখে

        গান ধরেছে ব্যাঙ,

এবার ওদের

বিয়ে হবে

         গ্যাঙর গ্যাঙর গ্যাঙ৷

হাসগুলো সব

করছে খেলা

         মাঠের জমা জলে,

ইচ্ছে হচ্ছে

খোকন সোনাও

          মিশবে ওদের দলে৷

দাওয়ায় বসে

এ সব দেখে

          অংক কষা ভুলে,

করলো শুরু

বৃষ্টি ভেজা

          দু হাত উর্ধে তুলে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =