জামাই রাজা

অসীম মাহাত  ##

সাধের জামাই কত্তদিন পর আসবে শ্বশুর বাড়ি 

ছেনুপিসি জানিয়ে দিল গোটা চৌহদ্দি।

বাজার পত্তর সেরে নিয়েছে দু-চারদিন আগেই 

তাও খুঁট খুঁটে মন ফদ্দর ভিতরেই যাচ্ছে সারাক্ষণ।

মিষ্টি দরকার রকমারি 

বায়না দিয়েছে দশ কুড়ি।

ভেটকি, ইলিশ টাটকা আনবে 

নইলে বলবে টা কী লোকে!

ধুতি-পাঞ্জাবীর নেইকো দাম

তাই নিয়েছে তেরেনামের জিন্সের পেন্ট।

ধার-দেনা যতই হোক না আজ

ফোগলা জামাই বাবুর হাসি মুখটি এবার কিন্তু চাই।

আমার মেয়ে থাকে যেন দুধে ভাতে 

ষষ্ঠীর ফোঁটা জামাই রাজার এই বলি পড়লো কপালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =