জীবনী

অমিত বাগল ##

সবকিছু দিয়ে-থুয়ে আজ বলি:নাও–

উদ্বেগ শেষ হলো।

দরজার সামনে ঠায় দাঁড়িয়েছি–অপেক্ষাও পথ 

পথে পাখি-ফেরা কিচমিচ শুরু হলো

 আমার আকাশও দাঁড়িয়ে গেছে 

গোধূলি-দেউলে কে অমন শঙ্খ বাজায়!

সাঁঝ শেষ হলো 

যে দীপের বুক জ্বলে 

তাতে যেন ফুঁ দিস না লক্ষ্মীটি–হাত নেড়ে

 জীবনী নেভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =