জীবনের খোঁজে

তাপস কুমার মুখোপাধ্যায় ##

সেদিনও জীবন ছুটছিল হয়ে বল্গাহীন  ঘোড়া

আজ তা হঠাৎই ভীষণ রকম অনিশ্চয়তায় ভরা|

ঘৃনিত, লাঞ্ছিত জীবন বুঝিবা আত্মমর্যাদার কাছে

অবিশ্বাসের তরীতে সে আজ দিন-দরিয়া মাঝে|

কে ধরিবে হাল, করিবে নিয়ন্ত্রণ, তরীরে আনিবে তীরে,

ওরে হারিয়ে হারানো জীবনতরী আসিবে কি আর ফিরে?

জীবনের অর্জিত মান-সম্মান ছিল যত সব সঞ্চিত,

অচলায়তন অন্ধকূপে সবই বুঝি হায় নিমজ্জিত|

লাগেনা যেথায় চমক, ধমক, ঐ অনাবৃতের ভীড়ে,

জীবন সেথায় মুক্তি চেয়ে শবকে রেখেছে ঘিরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =