ঝরাপাতা

পিয়ালী দাস

 

তোমার ভালোবাসার আঙিনা ছেড়ে আজ চলে যেতে হবে সেই তেপান্তরের মাঠে –

কারন আজ যে আমি নীরস,শুষ্ক,নির্জীব –

শীতের রুক্ষতায় হয়েছি ম্লান ।

শরীরের শিরা উপশিরা তীব্র ভাবে জেগে উঠেছে আমার দেহে,প্রতিক্ষণে জানাচ্ছে আমার ইহলোকের অন্তিমতা।

তাও ছিলাম বেঁচে তোমার আদরে ,তোমার ভালোবাসায়,

তোমার শাখা প্রশাখারা শক্ত করে ধরে রেখেছিল আমায়-

কিন্তু কালের নিয়মে সে বাধন ছিন্ন করে পড়লাম ঝরে তোমারি পদতলে-

ভাবলো মন থাকবো বুঝি চিরকাল তোমারি চরনতলে-

হায়রে হায় সে তো হবার নয়-

হিঁচড়ে নিয়ে চললো ঝড়ে সেই ভুবনডাঙ্গার মাঠে-

দিলো ফেলে আমায় সেই আবর্জনার স্তূপে।

গোধূলি বেলায় ছেলেরা সব দিল যে আমায় আগুনে –

বাজলো ঘন্টা হব যে নিধন শেষ হবে অনলে।

রইলো আশা ফিরবো আবার তোমার দেহের কাছে কোপাই নদীর তীরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =