ট্রিওলেট ২

   পার্থ সরকার, বাঁকুড়া ##

প্রস্তুত থেকো, পুরাতন ধ্বস আবার আমার সচেতন হাতে,

যাব ঝটিকাবাহিনী নিয়ে পরাজয়ের জয় ছড়াতে ।

বিকল্প ভেঙেছে সমুদ্রতটে , সি- গাল ক্রমেই মৃত জড়ত্বে।

প্রস্তুত থেকো, পুরাতন ধ্বস আবার আমার সচেতন হাতে ।

এই নিয়ে শতবার হোল শতকিয়ার হিসাব ভাঙা মাঝরাতে,

অর্ধেক জলসত্র ধারাপাতে, শ্মশানবন্ধুর পুড়ে যাওয়া নিমপাতাতে ।

প্রস্তুত থেকো, পুরাতন ধ্বস আবার আমার সচেতন হাতে,     

যাব ঝটিকাবাহিনী নিয়ে পরাজয়ের জয় ছড়াতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =