ঠোঁট শুকিয়ে আসে

সুজন ঘোষ, মিরপুর, ঢাকা, বাংলাদেশ ##

এই বোশেখে না হয় আমি

            বদ্ধ রব ঘরে,

আবার তোমায় পাবো কি এই

            কোয়ারেন্টাইন কাল পরে?

নাখ-মুখ আমার ঢেকে আছে

            মহামারীর ত্রাসে,

আবেগ – ঘন অপেক্ষায় বাধা

            ঠোঁট শুকিয়ে আসে।।

ঠিক কবে সেই ঋতুর মাসে

জানি বৃষ্টি এলে পর,

সব দ্বিধারা ভাসিয়ে দেবে

মন-কেমনের বর।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + two =