ঢেঁকিরাম পালোয়ান

সৌমেন ধাড়া, সুগন্ধ্যা, হুগলি 

ঢেঁকিরাম পালোয়ান ,
তোলে যেই ঢেঁকুর ,
পোঁ পোঁ করে ছুট মারে,
ছোটুদের  কুকুর ৷
পচা বলে , থাম থাম ,
ওরে ঢেঁকি নেকুরাম ,
অমন ঢেঁকুর তুলে ,
মারবি কি অবলা ?
কুকুরের কামড়ে ,
হবে জলাতঙ্ক ,
মানে মানে কেটে পড় এবেলা ৷
তাই শুনে ঢেঁকিরাম ,
করে জপ রামনাম ,
জোর করে চেপে ধরে সাঁকিটা ,
বলা তো যায় না ,
মরতে সে চায় না ,
যদি ক্ষেপে তেড়ে আসে খেঁকিটা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =