তবে প্রেম 

বাপ্পাদিত্য দাস, তুফানগঞ্জ,  কোচবিহার 

 

প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কিছু হয় না!

সব প্রেমই প্রথম প্রেম মনে হয় আমার।

উত্তাপ টুকু চলে গেলে যদি বিকর্ষণ না নামে,

উষ্ণমন্ডলের রাতে উচ্চারিত নাম যদি

নেশায় ডুবে যাওয়ার পরেও মনে আসে,

রবীন্দ্রসংগীত শুনত শুনতে যদি তার উপমা চলে আসে

কষ্টের কবিতার আড়ালে যদি সে উপশম

নিয়ে আসে, তবে প্রেম!

 

লাল গোলাপ হতে চাইবে, নীল খাম

পাহাড়ি আকাশ, তার ঝুল বারান্দা

নরম খিদের অপেক্ষায় শীত ভুলে যাও যদি

তবে প্রেম!

 

নরম নদী, জ্বলন্ত কাঠ; নারী আর পুরুষ

যে কোনো জ্যামিতিক কোনে যে কোনো সময়

জন্ম নিতে পারে সামান্তরিক প্রেম।

শীতের ভোরের সাথে কুয়াশার প্রেম

খরস্রোতা নদীর সাথে কঠিন পাথরের,

এক নারীর সাথে এক পুরুষের প্রেম।

ভালবাসা কি শুধুমাত্র উষ্ণতার খোঁজ?

তেমনটা হলে ঠিক প্রেম নয় সেটা!

আবার কোথাও উষ্ণতা ধরে রাখাটাও প্রেম।

এই শীতে হয়ত আবার চেনা শহরের কোনে

প্রেম সাজিয়ে বসে আছো, শীতের তিন মাস প্রেম বেচবে বলে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =