তালিবানকে সমর্থন নিষিদ্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপে

 
 
তালিবানদের প্রতি কিছুটা হলেও শক্ত মনোভাব দেখাল ফেসবুক। তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে ফেসবুক। তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে, যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমটি আরও জানিয়েছে, তাদের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যোগাযোগের জন্য তালিবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। ফেসবুক জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালিবানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো একাউন্ট দেখতে পায়, তাহলে ব্যবস্থা নেবে।

এদিকে, নিজেদের প্ল্যাটফর্মে তালিবানের সমর্থনে করা পোস্টের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =