তুমি ডাকলে

জয়িতা চট্টোপাধ্যায় ##

বাইরে ঝোড়ো হাওয়া, বাইরে মেঘ বৃষ্টি

ভেতরে থাকে তোমার গৃহস্ত চেহারা

যার ডাকে আমি একবারে ঘর ছাড়তে পারি

যে আমাকে আজও তৃষ্ণার্ত করে

নদীর মতন যার কাছে আমি করুনা ভিক্ষা করি

পাহাড়ের ভেতরেও তো ব্যথিত মন আছে

তোমার বুকের ঘাস কেন আমার জাজিম বলে মনে হয়, তুমি নামের মেঘ যেন মখমল

নদীর ভেতরের শুদ্ধতার মতন তোমার শরীর

ভীষণ একটা পরিচ্ছন্ন রূপ, আমারই ভেতর গড়ে উঠেছে জল মাটি, আমার শরীর এখন শীতপ্রধান

পাথরের ডাকেও আমি ঘর ছেড়ে আসি

তুমি নামের মেঘ পেয়েছে আমারই হাতের মহিমা

তুমি জলকে দিয়েছ কবিতার অবয়ব, 

ভেতর জানে তোমাকে কতটা আমি ভালোবাসি।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 12 =