তোর অপেক্ষায়

সুপ্রভাত বিশ্বাস, ঠাকুরনগর, উত্তর ২৪ পরগনা ##

পাখি তোকে পেলাম আমি

গাছের ওই ডালে,

তুলে নিয়ে এলাম তোকে

নিলাম মনের কোলে।

পাখি তুই আমার ছিলি

এখনও আছিস প্রান জুড়ে,

পাখি আমি শুধুই তোর

আমার জীবন তোকে ঘিরে।

রাখিনি বেঁধে দড়ি দিয়ে

রেখেছি তো প্রেমে জড়িয়ে,

পাখি আমি শুধুই তোর

জীবন মোর তোর তরে।

ছিলি তো পাখি প্রান জুড়ে

তবে কেন এমন হলি বল,

পেয়েছিস নাকি অন্য কোথাও

অনেক দামি সোনার বল?

হঠাৎ করে পাখি তুই

কোথায় উড়ে গেছিস রে,

কি করে বাঁচব আমি

বলরে পাখি তোকে ছেড়ে?

জীবনটা তো অনেক ছোটো

দেখেছি স্বপ্ন তোকে ঘিরে,

আজ স্বপ্নে দেখি আমি

ফিরবি তুই আমার ঘরে।।

One thought on “তোর অপেক্ষায়

  • April 10, 2020 at 1:18 am
    Permalink

    Heavy hoheche ree vai….arokom r oh likhle amake share korte vulis na jenoo…🥰🥰🥰🥰

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =