থেকো গাছ ছায়া রেখো
মঞ্জিমা গঙ্গোপাধ্যায়, শান্তিনিকেতন
নিংড়ে কতটুকু প্রাণ বাঁচে
ছায়া ছাড়া অন্য কারো হিংসা মাখে না রোদ
থুতনি আর উল্কিপোকা নুর খোঁজে
গাছ ক্রমশ সবুজ ক্ষয়ে ধুলো মাখে
আবার আসে নতুন আমনধান
আবার বীজধান বয়ে জল ঝেঁপে আসে
ইমন নদী আবার ছোটে কর্ণফুলির মোহনায়
তখন কিছু মূর্খ লোকে ভুলে যায় রোদদিন
তখন কিছু পূণ্যস্নান নির্যাস মাখে সত্যের
গাছের কাছে যায়
বলে,
থেকো গাছ ছায়া রেখো।