দর্পনের আমি

মানসী বিশ্বাস, সিঙ্গুর, হুগলি 

 

আজকাল,

নিজেরই নিজেকে দর্পনে দেখতে

বড় বেশি ভয় হয়

 

থাক না অন্ধকার……

 

আমার পিছনে থাকা

আমারই ছায়াকে

বড় বেশি ভাল লাগে;

 

আমার মুখেতে

যত কালি আছে লেগে

অন্ধকারে সে থাকনা-

 

আমার ছায়াতে কিন্তু,

দেখা যায় না সেই

কালিমা লিপ্ততা-

 

যা দর্পনের আমিতে

রোদ্দুরের তেজের মতন

স্পষ্ট ফুটে ওঠে-

 

প্রকাশ্যে…….

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + three =