দর্শক ও খেলোয়াড়


সৌমেন ধাড়া, সুগন্ধ্যা, হুগলী 

দর্শক, তুমি দেখে যাও দর্শক,
তুমি  রণভূমিতে নেমো না৷
তোমার ভুল ক্ষয়ে যেতে পারে,
আসনই তোমার কবচকুণ্ডল৷
তুমি চেঁচাও জোরে আরও জোরে,
তোমার করতল নেই,
তুমি হাততালি দেওয়ার ভাগ্য করনি৷
তুমি তাকাও দর্শক, তাকাও,
তোমার চোখে আলো বক্ররেখায় আসবে,
তুমি তাকালে ঝাঁকে ঝাঁকে কোকিল ডাকবে,
দেখতেই থাকবে, দেখতেই থাকবে,
আমি বিশ্বকে বাঁ পায়ের তলায় রেখেছি…..৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eleven =