দিল্লী ভ্রমন

                বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

ঘুরতে গিয়ে দিল্লী, দেখা আকবরের-ই সাথে,

দেখি তিনি সুর ভাঁজছেন একলা আঁধার রাতে।

বীরবলটা খোশমেজাজে সিংহাসনে বসে–

কল্কেটাতে টান দিচ্ছে দু’চোখ বুজে কষে।

দয়া এলো মনে আমার শাজাহানকে দেখে-

দেখি তার-ও পেট চলছে পথেই ছবি এঁকে ।

বাবর ! সে ও ছেঁড়া খাটে উপুড় হয়ে শুয়ে–

পাগল হয়ে আঁক কষছে কাঠি দিয়েই ভুঁয়ে।

তাপ্পিমারা আলখাল্লা, সেটাই দেখি পরে–

হাত পেতে ভাই আওরঙ্গজেব রোজ ভিক্ষা করে।

জাহানারা, রৌশনারার দুঃখেতে বুক ফাটে,

ঘুঁটে বেচেই এখন নাকি দিনটা তাদের কাটে।

তোমার বুঝি ভাবছো, আমি পাগল হলাম নাকি !

দেখছি তোমার জানা-বোঝার অনেক আছে বাকি।

করতে গিয়ে দিল্লী ভ্রমন যা এসেছি দেখে–

তোমাদের তা জানিয়ে দিলাম সত্যি একে একে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + twelve =