দুর্গন্ধমুক্ত ঘর

দিনের বেশিরভাগ সময় দরজা-জানালা আটকা থাকলে ঘরের ভেতরে একটা গন্ধ হয়। তবে অন্য কারণেও ঘরে গন্ধ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দরজা-জানালা খুলে দিলেই এই গন্ধ চলে যায়। কিন্তু মাঝে মাঝে এমন কিছু গন্ধ হয় যা সহজে যেতে চায় না। ঘরের এই দুর্গন্ধ পরিবারের মানুষজনের জন্যে অনেক অস্বস্তির। কিন্তু আমাদের রান্নাঘরেই এমন অনেক উপকরণ থাকে যা দিয়ে খুব সহজেই এসব গন্ধ দূর করা যায়।

জেনে নেওয়া যাক কি ভাবে এই গন্ধ দূর করবেন-

রান্নাঘর

কয়েক টুকরো আপেলের সঙ্গে দারুচিনি দিয়ে কিছুক্ষণ ফুটান। মসলার সুগন্ধে সারা ঘর ভরে যাবে। রান্নাঘরের সিঙ্কে তরিতর কারির খোসা, বিশেষ করে আলু বা পিঁয়াজের খোসা কখনোই ফেলবেন না। এগুলো ভীষণ বাজে দুর্গন্ধ তৈরি করতে পারে।

কাঠের চপিং বোর্ডের গন্ধ

কাঠের চপিং বোর্ডে মাছ বা মাংস কাটার পরে গন্ধ থেকে যেতে পারে। এই গন্ধ দূর করার জন্য লেবুর রসের সঙ্গে লবণ বা বেকিং সোডা মিশিয়ে বোর্ডের উপর ঘষুন। দেখবেন গন্ধ দূর হয়ে গেছে।

পোষা প্রাণীর দুর্গন্ধ

ঘরে পোষা প্রাণী রাখলে কার্পেটে দুর্গন্ধ হয় আর এই দুর্গন্ধ দূর করতে কার্পেটের উপর ভিনেগার স্প্রে করুন। যদি বিরক্তিকর দুর্গন্ধ পোষা প্রাণীর লিটার বক্স থেকে আসে তাহলে সেখানে কিছু শুকনো চা পাতা দিয়ে রাখুন।

ডাস্টবিন

ময়লার বিনের ভেতরে বেকিং সোডা বা সাইট্রাস ফলের টুকরো দিয়ে রাখলে দুর্গন্ধ দূর হয়।

বাথরুম

বাথরুমের অপ্রীতিকর গন্ধ দূর করার জন্য একটি কটন বলে কয়েক ফোঁটা গোলাপ ও সাইট্রাস এসেনশিয়াল অয়েল দিয়ে বাথরুমের কোন একটি স্থানে রেখে দিন। কমোডের দুর্গন্ধ দূর করতে এক কাপ ভিনেগার ঢেলে দিন এতে, পাঁচ মিনিট ওভাবেই থাকতে দিন। এরপর ফ্লাশ করে দিন।

লিভিং রুম

লিভিং রুমে ধুপকাঠি বা এসেনশিয়াল অয়েল রাখলে ঘরে সুগন্ধ ছড়াবে। এছাড়াও লিভিং রুমে ফুলের টবে তাজা ফুল রাখতে পারেন।

প্লাস্টিকের বাটির দুর্গন্ধ

প্লাস্টিকের বাটি যেখানে রাখা হয় তার গন্ধটা শুষে ন্যায়। ধুয়ে নিলেও এই গন্ধ অনেক সময় যেতে চায়না। খালি প্লাস্টিকের বাটিতে খবরের কাগজ ভরে রাখুন দেখবেন বাটিতে আর দুর্গন্ধ হবেনা।

সাধারণ দুর্গন্ধ

বিশেষ কারণ ছাড়াই ঘরে দুর্গন্ধ হতে পারে। এই দুর্গন্ধ দূর করতে তৈরি করে নিন নিজের মতো স্প্রে। তিন ভাগ জল, এক ভাগ রাবিং স্পিরিট আর ১০-২০ ফোঁটা নিজের পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়ে বানিয়েন স্প্রে। বাথরুম, বেডরুম বা ঘরের যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন।

সিগারেটের দুর্গন্ধ

একটা ছোট তোয়ালে সাদা ভিনেগারে ভিজিয়ে চিপে নিয়ে হাতে নিয়ে ঘরময় হেঁটে আসুন, মশা তাড়াতে যেমনটা করা হয়। এটা সহজেই ধূমপানের গন্ধ দূর করবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে।

ময়লার পাত্রের দুর্গন্ধ

ময়লা ফেলা পাত্র থেকেও ভীষণ গন্ধ হতে পারে। কুসুম গরম জল এবং সাদা ভিনেগারের একটি মিশ্রণ দিয়ে এটাকে ধুয়ে ফেলুন, গন্ধ একদম চলে যাবে। যদি ময়লার পাত্রে গন্ধ হয়েছে অথচ এখনই তা খালি করতে পারছেন না এমন অবস্থা হয়, তাহলে এর ওপরে কিছু কফি গুঁড়ো দিয়ে দিন, গন্ধ কিছুটা কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =