দুর্গাপুর বইমেলায় স্বরচিত কবিতা পাঠের আসর
গত ২৩-২৮ শে মার্চ ২০১৯ দুর্গাপুর নগর নিগম দ্বারা আয়োজিত দুর্গাপুর বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল। বইমেলার শুভ উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইমেলার মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বরচিত কবিতা পাঠের আসর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ২৫০ জন কবি কবিতা পাঠ করেন। সকলকে বইমেলা কমিটির পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। স্বরচিত অনুকবিতা পাঠে সেরা নির্বাচিত হন কবি শান্তনু ভট্টাচার্য।