নতুন বছর

সৌমেন ধাড়া, সুগন্ধ্যা, হুগলি 

নতুন বছর এলো এলো দ্বারে,
ছন্দে গানে ভরাও তারে,
যত ছোটাছুটি, ব্যর্থ জিগীষা,
ছেলেমানুষি — শুরু হোক তবে আর বার৷
পুরানো বিদায়ে নতুনকে বরণ,
নতুন দাবি-দাওয়া , স্বাধীনতা- স্মরণ,
প্রেমের মন্ত্রে দীক্ষাগ্রহণ,
সাগরসঙ্গমে হোক আবার৷
কিছু অমূল্য না হয় ভুলেছি,
কিছু অমূল্যে পিয়ালা ভরেছি,
নতুন পৃথিবী জেগে উঠুক আজ,
ছেড়ে ঘুম ,ছেড়ে জীর্ণভার,
সুদূর আকাশ ঐ বার্তা এনেছে,
যেতে হবে সবে গ্রহ পার …৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 6 =