নতুন সকাল ……

আদিত্য বর্মন ##

বছর শেষের রাতে হাসি ফুটুক

প্রতি মুখে , স্বপ্ন দেখুক

চালশে হয়ে যাওয়া দুটি চোখ,

যেসব আসার আলো জ্বলেছিল 

বছরের প্রথম দিন , 

নতুন বছর পূর্ণতা দিক সেসব আলোকে ,

ভেঙে যাওয়া আয়নায় নতুন টিপ পড়ুক

লক্ষ্মীর মা ,

যারা জীবন সাগরে ডুব দিয়েছে অতল জলে 

নতুন বছর তাদের পৌঁছে দিক বন্দরে ,

পশ্চিমে মলিন হয়ে যাওয়া লাল আভা নতুন পূবে আরো তাজা হয় উঠুক 

সবার মনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =