নববর্ষের শপথ

রূপালী গোস্বামী, কলকাতা ##

আমি আগাছা

ছোট্ট আমার আশা ।

এই ধরাতে জন্ম আমার ,

তবু পাইনা ভালোবাসা ,

বাঁচার আমার আকুল প্রয়াস

বাঁচতে আমরা চাই ।

ভালোবাসার প্রতিদানে ,

হিংসা কেন পাই ?

দয়াময়ের দুনিয়াতে ,

পারব কি হতে এক ?

দূর করে দাও হানাহানি ,

উঁচু নীচুর প্রভেদ ।

থাকব মোরা বন্ধু হয়ে ,

সর্বজনে বাসব ভালো ।

হিংসাভরা পৃথিবীতে,

ঘুচবে তবে আঁধার কালো ।

আসবে এবার সুখের দিন ,

ভালোবাসার হবে জয় ।

নববর্ষের শপথ এটাই ,

বিশ্ব হবে শান্তিময় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =