নবীন প্রজন্মের প্রতি

মেশকাতুন নাহার ##

ডিসেম্বর এলেই প্রজন্ম তোমরা বিজয়ের করো উল্লাস, 

ওরে নবীন জানো কী তোমরা বাংলাদেশ জন্মের ইতিহাস? 

একটা সময় অন্ধকারে ছিল বাংলার ভূখণ্ডের আকাশ,  

জানো কী তোমরা কত ত্যাগে স্বাধীন দেশে করছো বসবাস?

কত উৎপীড়ন,কত শোষণ কতই না ছিল যন্ত্রণা, 

বাংলা মা যে সহ্য করে নয় মাসের প্রসব বেদনা। 

বর্বর বাহিনী বাঙালির  উপর চালায় নৃশংসতা, 

এই প্রেক্ষিতেই মুক্তিবাহিনী আওয়াজ তুলে স্বাধীনতা। 

স্বতন্ত্র অধিকার ভোগ করছো ত্রিশ লক্ষ জীবনের দামে, 

কৃষক, শ্রমিক,ছাত্র জনতা লড়েছিল শহর আর গ্রামে। 

পাক বাহিনী হামলা করে পঁচিশ মার্চের কালো রাতে,

স্বাধীনতার জন্যই বীর  বাঙালি অস্ত্র তুলে হাতে।

স্বাধীন ভূমিতে বাস করে বলছো স্বাধীন  ভাষা, 

এই স্বাধীকার এনেছে এই দেশেরই মাঝিমাল্লা চাষা।

দাবি আদায়ে যোদ্ধারা তুলে সাহসী উচ্চারণ, 

প্রজন্ম তোমরা স্বাধীনতার ইতিবৃত্ত হৃদয়ে রাখবে স্মরণ।

রক্তক্ষয়ী সংগ্রামে লাল সবুজের চিত্র আঁকা 

বিশ্ব মানচিত্রে দাঁড়িয়ে আছে আজ আমাদেরই পতাকা।

গাইছো তোমরা শহীদ স্মরণে বিজয় নিয়ে গান,

এই ভালোবাসাতেই বেঁচে থাকবে লাখো শহীদের প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + sixteen =