নিন্দুক

কিশলয় গুপ্ত ##

সবাই ভালো-ভুল ধরাটা জন্মগত বাতিক,
স্বভাব দোষে দুষ্ট আমি রাষ্ট্রপতির নাতি!

উঠান থেকে তুলসীবেদী উন্নয়নের জোয়ার
শোবার ঘরে আগুন জ্বলে রান্নাঘরে ধোঁয়া

ঈর্ষাপ্রবন,কেচ্ছা রটায় স্বেচ্ছাশ্রমে-তাদের
কোন একদিন অনাহূত জায়গা হবে চাঁদে

দুই আঙুলে দোল খাচ্ছে বাধ্য হাওয়ার প্রতীক
বাড়িয়ে দিচ্ছি রাস্তা চলায় দুটি পায়ের গতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =