নিরুদ্দেশের বিজ্ঞপ্তি না কি শেরওয়ানির বিজ্ঞাপন !

সম্প্রতি প্রকাশিত একটি হারানো বিজ্ঞপ্তিকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেই বিজ্ঞপ্তিতে ২৪ বছর বয়সী মজনু নামের এক সুদর্শন, লম্বা যুবকের সন্ধান চেয়েছে পরিবার। এতে বলা হয়েছে, মজনু বাড়ি ফিরে এলে তার দাবি অনুযায়ী লাইলির সঙ্গেই তার বিয়ে হবে। তার পছন্দের ব্রান্ডের পোশাকও কিনে দেওয়া হবে।

হারানো বিজ্ঞপ্তিতে এমন ভাষা বা বক্তব্য দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তাই তো এটি আলোচনা উথে আসে। তবে জানা গিয়েছে এটি কোনো হারানো বিজ্ঞপ্তি নয়, বিজ্ঞপ্তির আড়ালে একটি শেরওয়ানির ব্রান্ডের বিজ্ঞাপন। দ্য টেলিগ্রাফে প্রকাশিত বিজ্ঞাপনটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। যে কোম্পানি ওই বিজ্ঞাপনটি সংবাদপত্রে প্রকাশ করেছে তারা এর আগেও এমন বিজ্ঞাপন প্রকাশ করেছিল। 

সেই বিজ্ঞাপন

সংবাদপত্রে হারানো বিজ্ঞপ্তির আড়ালে মানুষকে এভাবে বিভ্রান্ত করায় বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। পণ্যের প্রচারণায় প্রায়ই নতুনত্ব দেখতে পাওয়া যায়। তবে এমন কৌশল ব্যবহার করা ঠিক নয় বলেও অনেকে মন্তব্য করেছেন। সে যাই হোক যে উদ্দেশে এমন বিজ্ঞাপন দেওয়া তা কিন্তু এই উপায়ে অনেকটাই সফল বলে মনে করছেন অনেকেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =