নির্বাচনী খরচে  বিশ্বে ১ নম্বর ভারত! 

 

বেজে গিয়েছে নির্বাচনী দামামা। চারিদিকে এখন সাজো সাজো রব। দেশের সব চাইতে বড় উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে বিভিন্ন মহলে। কিন্তু আপনার জানা আছে কি, বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনের খরচের হিসেবে ভারতের নির্বাচনী খরচই সবচেয়ে বেশি। এমনকি আমেরিকার নির্বাচনের চেয়েও তা এক বিলিয়ন বেশি হবে। এবারের লোকসভা নির্বাচনেই খরচ হতে চলেছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। নয়াদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজের (সিএমএস) তথ্য অনুযায়ী, গত মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে সাড়ে ছয় বিলিয়ন ডলার খরচ হয়েছিল। কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে এ বার খরচ হতে চলেছে প্রায় ৭ বিলিয়ন ডলার। নির্বাচন কমিশন এবছর সোস্যাল মিডিয়ার বিজ্ঞাপন বাবদ যে খরচ হবে তাকেও প্রার্থীর খরচের মধ্যে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া দিয়েছে।

তবুও এ বারের নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে বিরাট অঙ্কের টাকা খরচের সম্ভাবনা রয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ।  তাদের রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনের বিজ্ঞাপনেই খরচ হতে চলেছে প্রায় ২৬০০ কোটি টাকা। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত  এই দীর্ঘ সময়ে বিভিন্ন কেন্দ্রেই চলবে রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের ব্যাপক প্রচার। থাকবে ভোটের জন্য প্রয়োজনীয় অন্যান্য খরচও। তাই সব মিলিয়ে বলা যেতেই পারে ভোটের খরচে অন্যদের টেক্কা দিয়ে ভারত এবার জগৎসভায় শ্রেষ্ঠ আসল লবে। কি ভারতবাসী হিসেবে এবার একটু গর্ব অনুভব করছেন নাকি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 2 =