নেপোয় মারে…

বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

যে দেশেতে দেখি রে ভা‌ই নেপোয় মারে দ‌ই,

নৈবেদ্যটি ভগবানের কেবল উড়ো খ‌ই-

হরিঘোষের গোয়াল খানি হচ্ছে রোজ‌ই ফাঁক-

ঢাল তরোয়াল বিহীন নিধি দেখায় তবু জাঁক।

টাকার ঝুলি নিয়ে বসে আছেন গৌরীসেন-নগদে নয়, অনলাইনে হচ্ছে তো লেনদেন।

অকর্মণ্য হরি শর্মা মারছে মুখেই বাঘ,

ফোতোবাবুর কোনমতেই কমছে না তো রাগ।

ধুলোওড়া মুখে যাদের শোভে জর্দা পান-

সব ছেড়ে ভা‌ই শুরু করো তাদের‌ই জয়গান।

তাতেই মোক্ষ,তাতেই মুক্তি, তাতেই সিদ্ধিলাভ-

নাহলে ভা‌ই জেনে রেখো, জীবনটাই বরবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =