পতঙ্গ উড়েছিল সকালের দিকে

               পার্থ সরকার  ##

পতঙ্গ উড়েছিল সকালের দিকে

পাহাড়তলির নদীর কাছে

সাদা ডানার সাথে রামধনুর পোষ্টকার্ড

ছিল নাম, ঠিকানা তারিখ

সম্বোধনে ছিল ‘প্রিয়, পূজনীয়, স্নেহের…’

আর পোষ্ট করাও হয়েছিল

কিন্তু কতদূর গিয়েছিল সম্ভাষণ ?

পিছনে তাকাই নি

যা দেখার দেখেছিলাম

সামনের সম্ভাষণে

এক পতঙ্গ উড়েছিল সকালের দিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =