পথশিশু 

শ্রীমন্ত ঘোষ, খাঁপুর মালডাঙ্গা, বর্ধমান 

 

অন্ন নেই বস্ত্র নেই

জীবন ছন্নছাড়া

পথের ধারে শুয়ে বসে

শিশুগুলো কারা  ?

শিক্ষার আলো নেইযে মোটে

যায়না তারা পাঠে

ছিন্ন বস্ত্র পরিধানে সব

ঘোরে পথে ঘাটে   ।

মুখে যত নোংরা ভাষা

অহরহ টানে বিড়ি

দেশের এমন দশা দেখে

কারে দোষ ধরি  ।

মাথা তুলে বাঁচতে পারে

পায় যদি শিক্ষা

কে নেবে এদের ভার

কে দেবে দীক্ষা   ।

পথ শিশু আছে যত

হয়তো মানুষ হবে

মিলে মিশে দায় ভার

নেয় যদি সবে   ।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =